দীপাবলির আগেই পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার

নতুন গতি নিউজ ডেস্ক: দীপাবলিতে দেশবাসীকে স্বস্তি উপহার কেন্দ্রের। এক ধাক্কায় অনেকটাই দাম কমান হচ্ছে পেট্রোল-ডিজেলের। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, দীপাবলির আগেই পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যুক্ত করার পর আরও মহার্ঘ হয় দাম। ফলে এই শুল্ক কমলে জ্বালানির দাম অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। ৪ নভেম্বর থেকে নয়া দাম লাগু হবে।

    দেশের পেট্রোল-ডিজেলের দাম এখনও সর্বকালীন উচ্চতায়।  মঙ্গলবারও কলকাতায় ১১০ টাকা পার করেছিল পেট্রোল। ডিজেলের দামেও সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৬ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হয়েছিল ১১০ টাকা ১৫ পয়সা। লিটারে ৩৭ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম ছিল ১০১ টাকা ৫৬ পয়সা। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুর দাম চড়া। পকেটে টান পড়ায় সঙ্কটে মধ্যবিত্ত। দেশের মধ্যে জ্বালানির দাম সবথেকে বেশি রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে পেট্রোল ১২২ টাকা ৩২ পয়সা ও ডিজেল ১১৩ টাকা ২১ পয়সা লিটার দরে বিক্রি হচ্ছে।

    কেন্দ্রের তরফে জানান হয়েছে ডিজেলের উপর আবগারি শুল্ক হ্রাস পেট্রোলের তুলনায় দ্বিগুণ হবে। ফলে আসন্ন রবি শস্যর মরসুমে কৃষকদের জন্য সুবিধা হবে। পেট্রোল এবং ডিজেলের উপর ভ্যাট কমানোর আবেদন জানিয়েছিল বহু রাজ্য। সেই প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত বলে জানান হয়। পেট্রোল ও ডিজেলের টানা মূল্যবৃদ্ধিতে মুদ্রাস্ফীতিতেও প্রভাব পড়েছে। বিদ্যুৎ থেকে জ্বালানিতে ঘাটতি দেখা শুরু হয়েছিল। দীপাবলির আগেই অর্থমন্ত্রকের তরফে জানান হয়েছে, পেট্রোল ও ডিজেলের মতো পণ্যগুলি আমাদের প্রয়োজনীয়তা মেটাতে যাতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছে কেন্দ্র।

    অর্থমন্ত্রকের তরফে এও বলা হয়েছে, অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্য, ভারত সরকার ডিজেল এবং পেট্রোলের উপর আবগারি শুল্ক অনেকটাই কম করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে জ্বালানির ব্যবহার বাড়বে এবং মূল্যস্ফীতি কম থাকবে। দেশের দরিদ্র ও মধ্যবিত্তদের সাহায্য করতেই এই কেন্দ্রীয় সিদ্ধান্ত।

    উল্লেখ্য, পেট্রোলের পর টি টোয়েন্টির মেজাজে ব্যাট করে সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেলের দামও। এর জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শাক-সব্জি সবেরই দাম এখন ঊর্দ্ধমুখী। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে সম্প্রতি ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছিল বাসমালিকদের একাধিক সংগঠন। কলকাতায় খালি বাস দড়ি বেঁধে টেনে অভিনব প্রতিবাদও দেখায় বাসমালিকদের সংগঠন। যদিও এদিন  বাস মালিকদের ভাড়া বাড়ানোর দাবিকে নাকচ করে দেয় রাজ্য সরকার।

    মনে করা হচ্ছে, দীপাবলির আগে কেন্দ্রের এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে বাজারে। প্রসঙ্গত শুধুমাত্র অক্টোবর মাসেই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে ২৫ দিনের বেশি। প্রতিদিনই প্রায় ৩০ থেকে ৩৫ পয়সা করে বেড়েছিল দাম।