|
---|
দেবজিৎ মুখার্জি: পেট্রল-ডিজেল ও ভোজ্য তেলের পর এবার চিনির দামে লাগাম টানতে বড়সড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। মঙ্গলবার অর্থমন্ত্রকের তরফে জানানো হয় ১ জুন থেকে বছরে ১ কোটি টনের বেশি চিনি রপ্তানি করা যাবেনা। ফলে অভ্যন্তরীণ বাজারে চিনির পরিমাণ বাড়বে এবং তাতেই মূল্যবৃদ্ধিতে রাশ টানা যাবে বলে মত ওয়াকিবহাল মহলের।
ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিনি রপ্তানি চলতি বছরের ১ জুন থেকে সীমাবদ্ধ বিভাগে রাখা হয়েছে। সিএক্সএল এবং টিআরকিউয়ের অধীনে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা চিনির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবেনা বলেও জানানো হয়।