|
---|
নিজস্ব প্রতিনিধি; কলকাতাঃ
সিবিআই-এর ৪০ জনের একটি টিম কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশি তল্লাশি করতে এসে কলকাতা পুলিশের হাতে আটক হল। আর এই পরিস্থিতি ঘিরে শুরু হয় চরম উত্তেজনা। সাথে এই মুহূর্তে রাজ্যে সহ সারা দেশে এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে।
আজ সন্ধ্যায় পুলিশ কমিশনারের বাংলোতে প্রায় ৪০ জনের সিবিআই টিম এসে পৌঁছয়। কিন্তু নগরপালের বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতে পারা যায় না বলেই সিবিআইদের বাধা দেয় পুলিশ।
এরপর সিবিআই তরফে পার্ক স্ট্রিট থানায় সিবিআই অনুমতি নিতে গিয়েত ব্যার্থ হয় তারা। এরপর সিবিআই অফিসারদের কয়েকজন শেক্সপিয়র সরণি থানায় গেলেও অনুমতি পেতে বিফল হয়।
অন্য দিকে, সিবিআইয়ের এক দল অফিসার রাজীব কুমারের বাংলোর সামনে অপেক্ষায় থাকেন। এরপর আচমকাই শেক্সপিয়র সরণি থানার পুলিশ এসে সিবিআই অফিসারদের নগরপালের বাংলোর সামনে থেকে ওই সিবিআই অফিসারদের জোর করে আটক করে। এর পরেই পুলিশ এবং সিবিআই অফিসারদের মধ্যে চরম ধস্বধস্তি শুরু হয়। শেষমেশ সবাইকেই নিয়ে যাওয়া হয় শেক্সপিয়র সরণি থানায়।
ওদিকে খবর পেয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং নগরপালের বাড়িতে হাজির হন। একের পর এক সিবিআই অফিসারদের তুলে নিয়ে যায় শেক্সপিয়র সরণী থানায়।
সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী, সিবিআই অফিসারদের মুক্তি হলেও, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মেট্রো চ্যানেল ধর্ণায় বসেছেন। সব মিলিয়ে এই মুহুর্তে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে উত্তেজনা চরমে রয়েছে