|
---|
সামসুর রহমান, উস্থি : আজ ৩১শে জানুয়ারি ২০২৩ অর্থাৎ মঙ্গলবার একাধিক ব্যক্তিবর্গের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল আসে “শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুল( উ.মা.)” এবং সেখানে মিড-ডে-মিল সংক্রান্ত সমস্ত তথ্য আদান প্রদান করেন স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে তার পাশাপাশি তারা মিড ডে মিল এর সমস্ত খাবার কেমন হয়েছে নিজেরাই তার টেস্ট করে দেখেন এবং তার পাশাপাশি সমস্ত খাদ্য দ্রব্যাদি কেমন ভাবে কোথায় রাখা হয় কিভাবে রান্না হয়,উনান সহ সকল পরিকাঠামো খতিয়ে দেখেন।
এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সহিত উপস্থিত ছিলেন DM, মগরাহাট-১ চক্রের SI পল্লবী নায়েক, ডায়মন্ড হারবার মহাকুমা শাসক অঞ্জন ঘোষ ,মগরাহাট-১ এর ব্লক উন্নয়ন আধিকারিক ফতেমা কাউসার সহ একাধিক কর্মকর্তারা।