অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

নিজস্ব সংবাদদাতা: আগামী সোমবার সমগ্র দেশজুড়ে সরকারি, বেসরকারি সহ বিভিন্ন সংগঠন গত ভাবে পালিত হবে ৭৫ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোথাও কোন অপ্রীতিকর বা নাশকতা মূলক ঘটনা যেন না ঘটে তারজন্য প্রশাসন তথা জেলা পুলিশ সহ সেনাবাহিনীর জওয়ানরা জেলার বিভিন্ন স্থানে টহল দিয়ে বেড়াতে দেখা যায়।

    সেইরকম শনিবার বীরভূমের সদাইপুর থানা এলাকায় বিভিন্ন গ্রামের জঙ্গল সহ নানা স্থানে রুট মার্চ করল সিআরপিএফ জওয়ানরা।স্বাধীনতা দিবসের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতেই মূলত এই টহল।

    এদিন খয়রাশোলে থাকা ১৬৭ সিআরপিএফ (জি) কোম্পানির এসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট এল.এল মীনার নেতৃত্বে ৪০ জন জওয়ানদের নিয়ে সদাইপুর থানা এলাকার হোদলা, খোসবাসপুর, পারুলিয়া সহ বিভিন্ন গ্রামের জঙ্গলে তল্লাশি চালানো হয়,সেই সাথে ছিলেন সদাইপুর থানার পুলিশ আধিকারিকরা।