|
---|
অবশেষে কেন্দ্রীয় মন্ত্রীসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব বিল
নতুন গতি, ওয়েবডেস্ক: অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল,
আজি এই বিলে কেন্দ্রীয় মন্ত্রী সীলমোহর দিয়েছেন এবং আজ সংসদে পেশ করা হবে এই বিল।
মোদি সরকার নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ সালে পাস করতে ব্যার্থ হয়ে ছিলেন।এবার সেটা পাস হলে গেলো।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ২০২৪ সালের মধ্য সারা দেশে নাগরিকত্ব সংশোধনী বিল লাঘু করবেন।
খুব শীঘ্রই আসতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল।কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সংকেত মিলেছে,শীঘ্রই সংসদে আনা হবে নাগরিকত্ব সংশোধনী বিল।২০১৬ সালে নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাস হলেও রাজ্যসভায় পাস করতে পারেনি কেন্দ্র সরকার।বুধবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বৈঠকে সিদ্ধান্ত হয় শীঘ্রই সংসদে আনা হবে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হতে পারে।নাগরিকত্ব সংশোধনী বিল আসার প্রাক মুহূর্তে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে এই বিলের বিপক্ষে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে।
কী এই নাগরিকত্ব সংশোধনী বিল? কিইবা রয়েছে এই বিলে? এই বিল আনুসারে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা সেই দেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টান ধর্মালম্বী মানুষ ভারতে ৬ বছর থাকলেই নাগরিকত্ব পেতে পারেন। আগে যার সময়সীমা ছিল ১২ বছর এই বিল এলে তা কমে দাঁড়াবে ৬ বছর।এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ বেশ আরও কয়েকটি দল।