দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীকে বেদম প্রহার কেন্দ্রীয় এন ভি এফ নিরাপত্তা কর্মীর

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি নদীয়া, ষষ্ঠ দফার ভোট উপলক্ষে সমস্ত ভোট কর্মীরা, নিরাপত্তা কর্মীরা পৌঁছেছিলেন কৃষ্ণনগরে। সেখানে প্রিসাইডিং অফিসার ফাস্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের একটি করে টিম গঠন হওয়ার পর, প্রত্যেকেই মিলিতভাবে বাসে করে পৌঁছাবেন নির্বাচন কমিশন নির্দেশিত ভোটকেন্দ্রে। বেলা দেড়টা নাগাদ, নাকাশিপারার 177 নাম্বার বুথে যাওয়ার উদ্দেশ্যে বিলকুমারী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পুলিশ খুঁজে পাচ্ছিলেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে কবি বিজয় লাল এইচএস ইনস্টিটিউশনের শিক্ষক সুকুমার বিশ্বাস বিষয়টি জানান পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তার একই সাথে যাওয়ার কথা এন ভি এফ কর্মী ঠাকুরদাস মাহাতোর ।

     

    উর্ধতন কর্তৃপক্ষ ওই এনভিএফ কর্মীকে খুঁজে বের করে তার দায়িত্বজ্ঞানহীনতার জন্য বকাঝকা করে। সেই রাগেই ঐ স্থান পরিত্যাগ করার পরেই প্রিসাইডিং অফিসার সুকান্ত বিশ্বাস কে সকল পুলিশকর্মীরা মিলে বেধড়ক মারধর করেন। এমনকি মাটিতে পড়ে যাওয়ার পরও সকলে মিলে তাকে প্রহার করে, তার গায়ের গেঞ্জি ছিড়ে যায়। এ প্রসঙ্গে সুকান্ত বাবু জানান শিক্ষকতা আগে 187 ম্যাচে এক সময় পুলিশকর্মী ছিলাম আমি, তাই সহকর্মীদের এ ধরনের ব্যবহারে অত্যন্ত মর্মাহত। সুকান্ত বাবুর মেডিকেল রিপোর্ট অনুযায়ী জানা যায় তার কোমরে এবং মাথায় গুরুতর চোট লেগেছে। গতকালকে থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে, সুকান্ত বাবুর পক্ষ থেকে।