|
---|
শেখ আব্দুল আজিম, কলকাতা: এক বছরেরও কম সময়ে রোবটিক সার্জারিতে সেঞ্চুরি! চাট্টিখানি কথা নয়। বহু হাসপাতালেরই অসম্ভব মনে হবে। এবার সেই অসম্ভবকে সম্ভব করল নারায়ণা হৃদয়ালয়া হাসপাতাল গোষ্ঠীর হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রচলিত পথে অপারেশনের ব্যথা বেদনা, দীর্ঘদিন হাসপাতালবাসকে দূরে সরিয়ে রেখে অত্যাধুনিক দা ভিঞ্চি রোবটের মাধ্যমে এগিয়ে থাকা প্রযুক্তিকে সঙ্গী করেছে এনএইচ গোষ্ঠী।
হ্যাঁ, সবটাই করা হয়েছে আপনাদের জন্য, অর্থাৎ আমাদের প্রিয় রোগীদের জন্য। কম কাটাছেঁড়ায়, ন্যূনতম রক্তপাতে, বেশিদিন হাসপাতালে না রেখেই। এইবার আরও একটি মাইলফলক স্থাপিত হতে চলেছে আজ বৃহস্পতিবার। এনএইচ গোষ্ঠী চতুর্থ প্রজন্মের দা ভিঞ্চি রোবটের ব্যবহার করে শুরু করতে চলেছে আধুনিক ক্যান্সার সার্জারি। গাইনি, ইউরো, জিআই সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের টার্গেটেড চিকিৎসা হবে রোবটিক সার্জারির মাধ্যমে। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন এনএইচ গোষ্ঠীর দক্ষিণ ও পূর্ব ভারতের চিফ অপারেটিং অফিসার আর ভেঙ্কটেশ, হাওড়ার নারায়না সুপার স্পেশালিটি হাসপাতালে ফেসিলিটি ডিরেক্টর প্রতীক জৈন প্রমুখ। থাকবেন ডাক্তার সুমন মল্লিক, ডাক্তার সুমিত সান্যাল, ডাক্তার বিবেক আগরওয়ালার মতো প্রথিতযশা চিকিৎসকরা।