চাবাহার বন্দর চুক্তির পক্ষে জোরালো সওয়াল বিদেশমন্ত্রীর

পারিজাত মোল্লা : মঙ্গলবার বিকেলে কলকাতার আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন তাজ বেঙ্গলের সভাগৃহে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের বিকশিত ভারত নিয়ে এক আলোচনা সভা হয় ।উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী সহ অনেকেই। ভারতের নির্বাচন নিয়ে পশ্চিমী দেশগুলির সংবাদমাধ্যমের ভূমিকার তীব্র সমালোচনা করেন জয়শঙ্কর। সবাই নেতিবাচক দৃষ্টিতে ভারতের রাজনীতিকে উপস্থাপিত করছে বলে অভিযোগ তোলেন তিনি।ইরানের সঙ্গে চাবাহার বন্দরচুক্তি নিয়ে বিদেশমন্ত্রী জানান -” এই চুক্তি গোটা অঞ্চলের উপকারে লাগবে”। এই চুক্তি নিয়ে মার্কিন অবরোধের প্রচ্ছন্ন হুমকিকে পাত্তা না দিয়ে তিনি বলেন, -“এই প্রকল্প গোটা এলাকায় সুফল দেবে। যারা এটা মেনে নিতে পারছে না, তারা সংকীর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে”।কলকাতায় তাঁর লেখা ‘হোয়াই ভারত ম্যাটারস’ বইয়ের বাংলা সংস্করণ প্রকাশের জন্য শহরে এসেছিলেন বিদেশমন্ত্রী। সেখানে আলাপচারিতার সময় দেশ ও বিদেশনীতি নিয়ে অনেক কথা বলেন তিনি।