|
---|
উজির আলী,নতুনগতি:করোনা পরিস্থিতিতে রক্ত শূন্য চাঁচল সুপার স্পেশালিটি ব্লাড ব্যাঙ্ক! মুমুর্ষুর রোগীর প্রয়োজন বিরল গ্রূপের রক্ত।
আশঙ্কাজনক অবস্থা শুনে এগিয়ে এলেন স্বেচ্ছাসেবীরা।লকডাউনের মধ্যেই মানবিক উদ্যোগ নিয়ে নজির গড়লেন মালদহের চাঁচলের একটি পাওয়ার অফ্ হিউম্যানিটি নামক স্বেচ্ছাসেবী সংস্থা।
করোনা পরিস্থিতিতে রক্তের হাহাকার চলছেই জেলা সহ চাঁচল জুড়ে।
তবে বুধবার চাঁচল ২ নং ব্লকের ভাকরি জিপির আমিনা বেওয়াকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই বৃদ্ধার দেহে হিমোগ্লোবিনের পরিমান খুব কম রয়েছে। আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসকের তরফে পরিবারকে রক্তের জোগান করতে বলা হয়। (A-) এ নেগেটিভ রক্ত জেলা পাওয়া একটা সঙ্কটজনক ব্যাপার।
তবে ওই বৃদ্ধার তিন ছেলে রয়েছে সবাই ভিনরাজ্যে নির্মাণ কর্মীর কাজে গিয়ে আটকে পড়েছেন বলে খবর। একমাত্র নাতি আব্দুল মালেকই এখন ভরসা ওই বৃদ্ধার। রক্তের সন্ধ্যান করতে হন্য হয়ে পড়ে নাতিও। বিরল রক্তের সন্ধ্যায় জেলার হাসপাতাল গুলিতে পাওয়া মুশকিল।তবে নাতি তার বন্ধু মারফত এক স্বেচ্ছাসেবী গ্রুপের সন্ধ্যান পায়।যারা প্রতিনিয়ত এমনকি লকডাউন আবহে চাঁচল হাসপাতালে রক্তদান করে আসছেন বলে ব্লাড ব্যাঙ্ক সূত্রে খবর।
মানবতার নজির গড়েছেন ওই স্বেচ্ছাসেবী গ্রূপ। গ্রুপেরই এক সদস্য সঞ্জীব চক্রবর্তী বৃহস্পতিবার এক ইউনিট রক্ত দিয়ে বৃদ্ধার রক্ত জোগান দেয় বলে হাসপাতাল জানায়।বিরল রক্ত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রোগীর পরিবার। তবে হাসপাতাল থেকে ফেরত হয়ে বাড়ীতেই শয্যাসায়ী ওই বৃদ্ধ আমিনা বলে স্বেচ্ছাসেবীরা জানায়।লকডাউন আবহে এমন মানবিক উদ্যোগকে পাওয়ার অফ্ হিউম্যানিটিকে কুর্নিশ জানিয়েছেন চাঁচলবাসী।