নেতরা উচ্ছে পুকুর মোড় এলাকায় ISF এর কর্মী সভায় উপস্থিত চেয়ারম্যান তথা ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সামনেই রয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। যাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে ঘর গোছাচ্ছে ইন্ডিয়ান সেলুলার ফ্রন্ট (I S F)। দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে ব্যস্ত নেতৃত্ব। বিধানসভার মত ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ে নামার বার্তা দেওয়া হচ্ছে কর্মী সভা থেকে। তারই অঙ্গ হিসাবে মঙ্গল বার সকালে মগরাহাট পশ্চিম বিধানসভা ও ডায়মন্ড হারবার জেলা কমিটির সহযোগিতায়, নেতরা অঞ্চল কমিটির উদ্যোগে নেতরা স্টেশন সংলগ্ন উচ্ছে পুকুর মোড় এলাকায় একটি কর্মীসভার আয়জন করে ISF।

    এই কর্মী সভায় উপস্থিত ছিলেন আইএসএফ চিয়ারম্যান তথা ভাঙ্গরের বিধায়ক নওসাদ সিদ্দিকী,জেলা প্রেসিডেন্ট আব্দুল মালেক মোল্লা,ব্লক প্রেসিডেন্ট সাহাদাত মোল্লা,সিরাজুল মোল্লা,আরফাত শেখ,সিদ্দিক শেখ,বাপ্পা সহ আরো অন্যান্য নেতাকর্মীরা। নওসাদ সিদ্দিকী তিনি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি সহ দ্রদ্যমুল্য নিয়ে এক রাশ খব উগ্রে দিলেন এই কর্মী সভায়। তিনি আরও বলেন গত বিধানসভা নির্বাচনের পরে যেভাবে শাসকদলের কর্মী নেতারা ISF কর্মী নেতাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করেছিল তার জন্য দলের একটু ক্ষতি হয়েছিল, কিন্তু সাধারণ মানুষ ভালো বুঝে আবারও ফিরে isf এর কাছে আসছেন। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে তাদের শক্তি মজবুত করতে তারা বদ্ধপরিকর। এই কর্মী সভায় সাধারণ মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।