|
---|
আয়ুব আলী,নতুন গতি : আজ হাবড়ার শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি ,২০২০-২০ নিয়ে একটি একদিবসীয় জাতীয় স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং মহাবিদ্যালয়গুলির অভ্যন্তরীণ মূল্যমাণ নির্ণায়ক কোষের আহ্বায়কসহ অন্যান্য অধ্যাপক- অধ্যাপিকা, শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এই আলোচনা সভা উদ্বোধন করতে গিয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুব্রত চ্যাটার্জী জানান, এই জাতীয় শিক্ষানীতির কোন কোন দিকগুলির উপর গুরুত্ব দেওয়া দরকার। প্রধান অতিথি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মহুয়া দাস এই ধরনের আলোচনা সভার প্রয়োজনীয়তার দিকগুলি দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরেন এবং শ্রীচৈতন্য মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে এই আলোচনা সভা আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। মূল বক্তা রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টিনারী কলেজ, রহড়ার অধ্যক্ষ স্বামী কমলাস্থানন্দ এই জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক উপস্থিত দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরেন। তাঁর আলোচনার সূত্র ধরে দর্শক-শ্রোতারা তাঁদের নানারকম ভ্রান্তির বিষয়ে প্রশ্ন করে অধ্যক্ষের কাছ থেকে উত্তর জেনে নিতে চেষ্টা করেন। এই আলোচনা সভায় উপস্থিত থেকে শুভেচ্ছা জানান হাবড়া ও অশোকনগর- কল্যাণগড় পুরসভার চেয়ারপার্সন যথাক্রমে নারায়ণ চন্দ্র সাহা ও প্রবোধ সরকার। অন্যতম অতিথি সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের অধ্যক্ষ ড. উর্মিলা উকিল জানান, বহুদিন আগেই তাঁরা এই বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছেন। অনুষ্ঠানের শুরুতে ১৯৮৬ এবং ২০২০-র জাতীয় শিক্ষানীতি নিয়ে একটি তুলনামূলক আলোচনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. পুলকেশ সেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. লনা মুখোপাধ্যায়, অধ্যক্ষ ড. বিদিশা ঘোষ দস্তিদার, অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন মন্ডল, অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন, ড. পিয়ালী দে মৈত্র, ড. শামীম ভড়, মহাবিদ্যালয়ের প্রাক্তনী সংসদের সভাপতি ও সম্পাদক যথাক্রমে কল্যাণ রুদ্র ও পার্থ চক্রবর্তী প্রমুখ।