চকা দ্বীনিয়াত মুনাজ্জেমের উজ্জ্বলময় ৭৫ তম স্বাধীনতা দিবস পালন

সামসুর রহমান, উস্থি : ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে উস্থি থানার চকা দ্বীনিয়াত মুনাজ্জেমের পরিচালনায় একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। শাকিল আহমেদ সাহেব কর্তৃক পরিচালিত এই সভাটি জ্ঞানী ও বিশিষ্ট ব্যক্তিদের আগমনে চাঁদেরহাটে পরিনত হয় ।

    সভায় উপস্থিত ছিলেন স্থানীয় রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবুল বাশার মোল্লা মহাশয়,চকা দ্বীনিয়াত মুনাজ্জেমের সভাপতি আহসানুল হক মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন ভয়েস পাবলিক স্কুলের পরিচালক নাজমুল হোসেন সাহেব ও প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সাহেব এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

    প্রথমেই অতিথি বরন পর্ব সেরে নেওয়া হয় ও একে একে তাদের মুখনিঃসৃত বাণীর মাধ্যমে ১৫ই আগস্ট দিনটির প্রেক্ষাপট ও আমাদের পূর্ব পুরুষদের আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন।যা উপস্থিত স্থানীয়দের মধ্যে যেমন এক আবেগ ঘন পরিস্থিতি তৈরী করে তেমনই এক গৌরবের আনন্দ ও লক্ষ্য করা যায় । অতিথি বরন ও বক্তব্যের পর্ব শেষ হলে ছাত্রছাত্রীদের নিয়ে দেশাত্মবোধক গজল ও নাটক পরিবেশন করায়,যা জনমানসে ভীষণভাবে প্রভাব সৃষ্টি করে।

    সমস্ত অনুষ্ঠানটি করোনা বিধি মেনে পরিচালিত হয়। অতিথিদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন যে,এমন অনুষ্ঠানে নিমন্ত্রিত হতে পেরে খুবই গর্ববোধ করছি আমরা । এই ধরনের অনুষ্ঠান সত্যিই ছাত্রছাত্রী সহ শিশু থেকে বৃদ্ধ সকলের মধ্যে দেশাত্মবোধ ও গৌরবময় ইতিহাস আলোচনার মাধ্যমে সকলের মধ্যে দেশপ্রীতি গড়ে তোলার উত্তম পন্থা । দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ঝলমলে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।