|
---|
নবাব মল্লিক, মথুরাপুর : মথুরাপুর বাপুলীবাজারের মৌসুমি কমপ্লেসে মথুরাপুর ক্যারাটে দো মার্শাল টেডিং সেন্টারের হয়ে গেল একদিনের জেলা ক্যারাটে চ্যাম্পিয়ান শীপ। এখানে উপস্তিত ছিলেন মথুরাপুর থানার ওসি গৌতম সাহা। আর পি এফ বারুইপুরের মহম্মদ ইমরান আলি মোল্লা, এ্যাডভোকেট রুদ্র নারায়ণ হালদার, ক্যারাটে প্রশিক্ষক শীহান দেবব্রত হালদার, অনিল কর্মকার, সন্দীপ হালদার, দেবেন্দ্র সিং, মিলন গায়েন সহ আরো অনেকে। প্রশিক্ষক মিলন গায়েন বলেন, কাকদ্বীপ, সাগর, পাথর প্রতিমা, মথুরাপুর, জয়নগর, বহড়ু, দক্ষিন বারাশত সহ জেলার বিভিন্ন প্রান্ত স্কুলের ছাএ ছাএীরা এই প্রশিক্ষনে অংশ নেন। মোট ১৬০ জন প্রতিযোগী এই চ্যাম্পিয়ান শীপে অংশ নিয়েছিল। নিজেকে প্রতিপক্ষের কাছ থেকে আত্ম রক্ষা করতে এই ক্যারাটে জানার প্রয়োজন আছে বলে মনে করেন আগত প্রতিনিধিরা।