প্রবল বর্ষণের সম্ভাবনা কলকাতাতে ও উত্তরবঙ্গে

নতুন গতি ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া জারি৷ বুধবার আলিপুর আবহাওয়া দফতরও দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আশার বাণী শোনাতে পারেনি৷ তবে দক্ষিণবঙ্গে বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও৷ বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলছে না এখনই৷

    বরং তাপমাত্রা বাড়ার পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়ার দাপটও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে৷

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত হাওয়া অফিসের৷ যদিও বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই বৃষ্টির জেরে অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও পরিত্রাণ মিলবে৷ তবে আবহাওয়ার এই ছবিটা কলকাতার ক্ষেত্রে স্থায়ী হবে না৷

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ তারই জেরে জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে৷

    উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷

    অন্যদিকে, গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বাড়ছে অস্বস্তিকর গরম৷ এই আবহাওয়া থেকে এখনই মুক্তির পথ নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷ তবে বুধবার ক্ষণিকের বৃষ্টিতে পরিস্থিতির খানিকটা বদল হতে পারে বলে মনে করা হচ্ছে৷