চাঁচল কলেজে চলছে সরস্বতী পূজার শেষ মুহুর্তের প্রস্তুতি

চাঁচল কলেজে চলছে সরস্বতী পূজার শেষ মুহুর্তের প্রস্তুতি

     

     

     

     

     

    উজির আলি, মালদা, ১৫ ফেব্রুয়ারি : জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বছর ঘুরে আবারও ফিরে আসল বিদ্যা দেবী সরস্বতী। বিদ্যার দেবী সরস্বতী পূজাকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও মালদহের চাঁচল কলেজের উদ‍্যোগে বিদ‍্যা দেবী পূজিত হবেন।রাত পোহালেই পূজো,তার আগেই সোমবার মালদহের চাঁচল কলেজে চলেছে শেষ মুহুর্তের প্রস্তুতি।কলেজ ক‍্যম্পাসের একপাশে করা হয়েছে দেবীর মন্ডপ।

     

    ইতিমধ্যেই পূজোর স্টেজের কাজসহ সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে।আর কলেজ গেটের সামনে সাজো সাজো রব পড়ে গেছে।সৌন্দর্যায়ন দেখতে ভিড় জমাচ্ছেন পড়ুয়া সহ স্থানীয়রা।মঙ্গলবার সরস্বতী পূজোতে ছাত্রছাত্রীদের নিয়ে গোটা দিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়া পড়ুয়াদের জন‍্য রাজ‍্য সরকারের ঘোষিত প্রকল্পগুলিও তুলে ধরা হবে অনুষ্ঠানের মধ‍্য দিয়ে। করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের মাস্ক পড়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে কলেজের তরফে।সামাজিক সুরক্ষা বিধি মেনেই চলবে অনুষ্ঠান।

    পূজোর পরিচালক তথা ছাত্র, বাবু সরকার বলেন,অনুষ্ঠানের শেষে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে।