|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: কার্তিক মাসের সংক্রান্তিতে ঘটা করে অন্নভোগ সহকারে মাছের ঝোল দিয়ে পূজিত হন চাঁচলের রাজ আমলের ঐতিহ্যবাহী প্রাচীন রক্ষাকালী। রবিবার ছিল কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তি। আর এই সংক্রান্তিতে বহু বছর ধরে চাঁচলের সুকান্ত পল্লী এলাকায় বৈষ্ণব মতে পূজা হয়ে আসছে রক্ষাকালীর। এই পুজো প্রায় সাড়ে তিনশ বছরের বেশি প্রাচীন।
জানা গিয়েছে, এই পুজো শুরু হয়েছিল চাঁচলের রাজা ঈশ্বর চন্দ্র রায়চৌধুরী হাত ধরে। স্বপ্নাদেশ পেয়ে প্রজাদের মঙ্গলের জন্য পুজোর সূচনা করেছিলেন তিনি। বর্তমানে রাজা নেই, রাজপাট ও চলে গিয়েছে সেই কবে। রাজা না থাকলেও রাজারা হাত ধরে চালু হওয়া সেই পুজো কিন্তু রয়ে গিয়েছে। তারা হাল ধরেছে স্থানীয়রা। পুজো হয়ে আসছে সেই প্রাচীন রীতি মেনেই