|
---|
উজির আলি,মালদা: মাথায় ডালি। উরস মেলায় পীরের মাজারে গিয়ে চাদর চড়িয়ে প্রার্থনা জানালেন। আর ভোটের বাজারে এভাবেই সম্প্রীতির বার্তা দিলেন চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। চাঁচলের মকদমপুরে পীরবাবা মকদম শাহ জালালের স্মৃতি বিজড়িত উরস উত্সব ও মেলা শুরু হয়েছে শুক্রবার থেকে। মেলা মানেই বহু মানুষের মিলন। ফলে সেই মেলাকে প্রচারের জায়গা হিসেবে বেছে নেন প্রায় সব প্রার্থীই। শনিবার রাতে কর্মীদের নিয়ে প্রচারের ফাঁকে মেলায় হাজির হন দীপঙ্কর।সাথে ছিলেন চাঁচল বিধানসভা বিজেপির যুব আহ্বায়ক বিবেক দাস,বিজেপির জেলা সদস্য সুমিত সরকার সহ বিজেপি নেতা কর্মীরা।
পীরবাবার মাজারে চাদর দিয়ে শ্রদ্ধা জানান। বিজেপির প্রতি সংখ্যালঘু মানুষের কিছুটা হলেও বিরূপ মনোভাব রয়েছে। বিরোধীরা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে হামেশাই নিশানা করেন। কিন্তু এসব যে বিরোধীদের কৌশল তা সংখ্যালঘু এলাকায় প্রচারে গিয়ে বারেবারেই মনে করিয়ে দিচ্ছেন বিজেপি প্রার্থী। সংখ্যালঘু মানুষের মধ্যে তিনি সাড়াও পাচ্ছেন বলে কর্মীরা দাবি করেছেন। পীরের মাজারে গিয়ে সেই সম্প্রীতির বার্তাই বিজেপি প্রার্থী দিলেন বলে জানিয়েছেন কর্মীরা।
প্রার্থীও বলেন, সংখ্যালঘু মানুষদের বিজেপির জুজু দেখিয়ে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা চলছে। কিন্তু সংখ্যালঘু মানুষরা তা বুঝে গিয়েছেন। তাই এলাকায় গিয়ে দুহাত ভরে তাদেরও আশীর্বাদ পাচ্ছি।