|
---|
লুতুব আলী : চুঁচুড়া ছন্দ তীর্থ কালচারাল আকাদেমি আয়োজিত সারা বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্রভবনে। অনুষ্ঠানের প্রারম্ভে প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে স্বর্ণালী সন্ধ্যাটি আলোক উজ্জ্বল হয়ে ওঠে। ছন্দ তীর্থ এর কর্ণধার আশীষ ঘোষ সকলকে আন্তরিক সম্মাননার মধ্য দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম উত্তরসূরি বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী জয়দীপ চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলামের উত্তরসূরী কবির নাতনি বিশিষ্ট সংগীত শিল্পী দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার সোনালী কাজী, লাল পাহাড়ের দ্যাশে যা …. জনপ্রিয় লোকসঙ্গীতের রচয়িতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি অরুণ চক্রবর্তী প্রমুখদের উপস্থিতি অনুষ্ঠানের এক অনন্য মাত্রা এনে দেয়। এছাড়াও বিশিষ্টরা হলেন কবি সব্যসাচী দেব, নন্দিত আবৃত্তিকার ব্রহ্মচারী, কবি ও চিত্রনাট্যকার কেষ্ট মন্ডল, বাহ্যিক শিল্পী ঈশিতা দাস অধিকারী, নন্দিনী লাহা সোম এবং তাপসী সিংহ এর শৈল্পিক উপস্থাপনা প্রশংসার দাবি রাখে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত বেশ কিছু নামি আবৃত্তিকার সংগঠন অনুষ্ঠানে সমাদৃত হন। প্রতিধ্বনির পক্ষ থেকে রবীন পাল, স্বরবৃত্ত এর পক্ষ থেকে দীপঙ্কর ঘোষ, স্বরান্তরের মৃন্ময়ী মুখোপাধ্যায় ও ছন্দ তীর্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। একক উপস্থাপনায় শিপ্রা দাস জানা, সরস্বতী দাস, যুথিকা মজুমদার, প্রজ্ঞা পারমিতা, দীপ মুখার্জি রাও প্রশংসার দাবি রাখেন। ছোটদের উপস্থাপনায় অনিকেত রাজবংশী, শুভ্রদীপ পাল, আয়ুষ্মান মল্লিক, অভ্যর্থনা সেনগুপ্ত, সায়ন্ত চক্রবর্তী, অহনা মজুমদার, অনুসুয়া দাস, সুপ্রতিম প্রমুখরা প্রশংসনীয়। অ তুই লাল পাহাড়ের দ্যাশে যা …র গানটির সঙ্গে অপরূপ নৃত্য পরিবেশনা। নিবেদনে অনুরাধা ঘোষ, পূবালী পাল, সঙ্গীতা মিত্রা ব্যানার্জি, পারিজাত পোদ্দার, সুদেষ্ণা মিত্র, শ্রাবণী ব্যানার্জি। আবহ সংগীত প্রক্ষেপণে ছিলেন ঈশান রায়, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী বর্ণালী নন্দী। উৎসব সাফল্যের নেপথ্যে ছিলেন ছন্দ তীর্থের রমিতা, রুমা, অনন্যা, পম্পা, সুতপা, নন্দিতা, পারমিতা, রবিনা প্রমুখ।