|
---|
শেখ আব্দুল আজিম, চন্ডীতলা : চন্ডীতলা ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় সম্মেলনী উৎসব আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন এ। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী মহাশয়। এছাড়াও ছিলেন জেলা পরিষদের কি সদস্য ভোলানাথ চট্টোপাধ্যায় ,দেবযানী ব্যানার্জি ও সুপ্রা ঘোষ। সাথে উপস্থিত ছিলেন চন্ডীতলা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খা মহাশয় ও সহ-সভাপতি সনৎ সানকি মহাশয় ও শেখ মোশারফ আলী, অনিমেষ দাস সহ সকল কর্মাধ্যক্ষ। নয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীত দাড়ি , রিনা সাঁতরা, আব্দুল কালাম,সম্পা ঘাঁটি ও আসিকুল্লা খন্দকার সহ অনেকে। এবং ছিলেন সকল সদস্য সদস্যরা।এবং উপস্থিত ছিলেন অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। বয়স্ক ও পুরনো কর্মীদের দেয়া হয় সম্বর্ধনা। সবশেষে ছিল সংস্কৃতি অনুষ্ঠান ও মিষ্টি মুখ হয়।