|
---|
সেখ আব্দুল আজিম : চন্ডীতলা থানার আবারো সাফল্য হারানো মোবাইল ফেরত পেয়ে আপ্লুত সকলে। প্রসঙ্গত ২৩ জন যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল তারা চন্ডীতলা থানায় অভিযোগ করেন। কিছুদিনের মধ্যেই চন্ডীতলা থানার সাফল্য সে কথা সাংবাদিক সম্মেলন করে জানালেন এসডিপিও চন্ডীতলা এছাড়াও সাথে ছিলেন চন্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল মহাশয় এছাড়াও অন্যান্য অফিসারবৃন্দ।