চন্ডীতলা থানার আই সি হলেন অনিল কুমার রাজ

সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) : কয়েকদিন ধরে গ্রামীণ পুলিশের রদ বদল। চন্ডীতলা থানার আই সি হলেন অনিল কুমার রাজ মহাশয়। প্রসঙ্গত জাঙ্গি পাড়ায় আই সি পদে থাকাকালীন অনিল কুমার রাজ মহাশয় এর কর্ম ক্ষেত্রে ব্যাপক সাড়া পড়ে এলাকায় ।উল্লেখ্য জাঙ্গি পাড়া থানা ফুরফুরা শরীফের মধ্যে পড়ে ।ফুরফুরা শরীফের সাধারণ মানুষের যথেষ্ট সুনাম রয়েছে আই সি অনিল কুমার রাজ মহাশয়ের। চন্ডীতলা থানায় জয়েন্ট করেই অফিসার দের নিয়ে চন্ডীতলা এলাকায় ঘুরে দেখলেন এই দক্ষ অফিসার।