|
---|
সেখ আব্দুল আজিম, হুগলি : চন্ডীতলায় ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার ৮ দুষ্কৃতী,উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র সহ ১৫ রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা গেছে গত কাল রাতে চন্ডিতলার চিকরণ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল আট দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ এবং ডাকাতির ছক বানচাল।তবে তাদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র উদ্ধার হতেই চোখ কপালে ওঠে পুলিশ কর্তাদের।
এতদিন ডাকাতির জন্য দুষ্কৃতীরা ব্যবহার করতো সাটার কাটার ব্লেড, হাতুড়ি, ছেনি সহ অন্যান্ন লোহার অস্ত্র। এবার ডাকাতির উদ্দেশ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার রীতিমত উদ্বেগ বাড়ছে পুলিশ অফিসার দের।
পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে শাহাদত আলম,বিক্কি গৌর ঠাকুর,
সাহিদ আলি, সাগর প্রসাদ এদের বাড়ি ঝাড়খণ্ডে।
সনাতন গড়াই ,কাজল বাউরি,আলম আনসারি,রাজু চৌধুর এদের বাড়ি এ রাজ্যের পুরুলিয়ায়।
পুলিশ আরো জানিয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১০ রাউন্ড কার্তুজ সহ দুটি পিসি ৭ এমএম পিস্তল এবং ৫ রাউন্ড কার্তুজ সহ একটি পাইপগান, একটি ম্যাগাজিন, একটি বোলেরো গাড়ি, দুটি মোটরসাইকেল, দুটি নম্বর প্লেট, ভোজালি, ছুরি, লোহার রড, ঘর ভাঙার যন্ত্র। দশ দিনের পুলিশি হেফাজতে চেয়ে ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পাঠায় পুলিশ। এদিন হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশীষ সেন সাংবাদিক বৈঠক করে জানান জেলায় দুষ্কৃতী দৌরাত্ব ঠেকাতে নাকা চেকিং বাড়ানো হচ্ছে।পাশপাশি ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে আরো কোনো ছক ছিল কিনা বা আরো কোনো অপরাধ মূলক কাজের সাথে জড়িত কিনা তা তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা হবে।