|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: উচ্চমাধ্যমিকে ৯৮.৪০ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম ও জেলার মধ্যে তৃতীয় স্থানাধিকারী হয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ডায়মন্ড হারবার হাই স্কুলের চন্দ্রিমা মন্ডল।ডায়মন্ড হারবার টাউন এর মধ্যে ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্রিমা মন্ডল।সচরাচর দেখা যায় যে বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা মেধা তালিকায় ১ম থেকে ১০ম স্থান দখল করে। সেখানে ব্যতিক্রমী ভাবে আর্সে পড়াশোনা করা চন্দ্রিমা মন্ডল মোট ৪৯২ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে।সেই খুশিতে মিষ্টিমুখ ও শুভেচ্ছা জানাতে চন্দ্রিমা মন্ডল এর বাড়িতে হাজির হয় স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা,১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবকী হালদার সহ আরও অনেকে। চন্দ্রিমা মন্ডল এর স্কুল সূত্রে জানা গিয়েছে ৯৮.৪০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী গোটা রাজ্যের মধ্যে সপ্তম ও জেলার মধ্যে তৃতীয় স্থানাধিকারি হয়েছে সে। চন্দ্রিমা মন্ডল এর এই সাফল্যে খুশি তার মা বাবা, খুশি তার স্কুল।চন্দ্রিমা জানিয়েছে এই সাফল্যের পিছনে বিশেষ করে আমার বাবার অবদান সব থেকে বেশি। এছাড়াও মা,প্রাইভেট টিচার,স্কুল টিচার এর অবদান রয়েছে অসংখ্য। মাধ্যমিকে মোটামুটি ভালোই রেজাল্ট হয়েছিল তার প্রাপ্ত নাম্বার ছিল ৬৫৩,আশা করেছিলাম উচ্চ মাধ্যমিকে এর থেকেও আরও ভালো রেজাল্ট করবো,সেই আশাপূরণ হওয়ায় খুব খুশি। কিন্তু তার নিজের কথায় চন্দ্রিমা আরো জানিয়েছে,দিনে আট ঘন্টার উপরে পড়াশোনা করতাম, পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়তাম। করোনার সময় স্কুল থেকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়।সেগুলি নিয়মিত ফলো করতাম।এই দৃশ্যত খুশি চন্দ্রিমা জানায়,সে ইংলিশ নিয়ে পড়তে চায় এবং পরবর্তীকালে সে কি কাজ করতে চায় এখনও না জানালেও ইংলিশ নিয়ে পড়তে চায়। সে তার এই সাফল্য উৎসর্গ করেছে তার মা বাবা এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে। স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার সহ সকলেই চন্দ্রিমা মন্ডল এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশীর্বাদ করেন।