|
---|
সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) : গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুর থেকে চন্ডীতলা থানার পুলিশ ৪৫০ গ্রাম অবৈধ বাজি উদ্ধার করে। উল্লেখ্য গতকাল রাত্রে সুত্র
মারফত খবর পেয়ে বিভিন্ন কোম্পানির ব্যাটারি উদ্ধার করে চন্ডীতলা থানার পুলিশ। নিষিদ্ধ বাজির গ্রেফতার ২ ব্যাটারির ক্ষেত্রে একজনকে গ্রেফতার করা হয় তাদের তিন জনকে আজ কোর্টে তোলা হয়। এস ডিপিও চন্ডীতলা ও ওসি অনিল কুমার রাজ মহাশয়ের সূত্রে জানা গেছে।