চেন্নাইতে মৃত যুবক মাতিনের বাড়িতে বিধায়ক ইদ্রিস আলী পরিবারের পাশে থেকে আর্থিক সহায়তা ও দোষীদের শাস্তির দাবি।

সংবাদদাতা : মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার স্বপনগড় রেলকলোনীর ২৬ বছর বয়সী,মাতিন সেখ গত ২৩শে জুলাই চেন্নাইতে খুন হয়।গত ৩১শে জুলাই রবিবার তার মৃতদেহ আসে তার স্বপনগড়ের বাড়িতে এবং গতকাল তার শেষকৃত্য (কবর)সম্পন্ন হয়।আজ ১লা আগষ্ট সোমবার, দুপুরে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী,মৃত মাতিন সেখের বাড়িতে যান এবং তার পরিবারকে সান্ত্বনা দেন। কিছু আর্থিক সাহায্য করেন তার পরিবারকে। বিধায়ক ইদ্রিস আলী , মৃত মাতিন সেখের স্ত্রী ও মাকে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আপনাদের কাছে এলাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃনমূল কংগ্রেস আপনাদের পাশে আছে। মানবদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প অনুযায়ী আপনারা দুই লক্ষ টাকা পাবেন, তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য প্রকল্প অনুযায়ী যতখানি সাহায্য পাওয়ার আপনারা অধিকারী তা আপনারা পাবেন। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার অত্যন্ত কাজের মানুষ এবং জনদরদী, তিনিও আপনাদের পাশে আছেন। ওসি সাহেব সহ আমরা চেষ্টা করছি যাতে খুনীদের (দোষীদের)চরম শাস্তি হয়। আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,বিডিও শ্রী পুলক কান্তি মজুমদার,এস পি, কে শবরী রাজকুমার সহ পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখুন। সর্বপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক ব্যানাজী আপনাদের সাথে।