চাপড়া থানার আলফা গ্রামে খুনের গ্রেপ্তার মূল অভিযুক্ত জালাল হালসোনা

    মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া: নদীয়ার চাপড়া থানার অন্তর্গত আলফা গ্রামে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ভাইয়ের হাতে দাদার খুনের ঘটনায় সাফল্য পেল চাপড়া থানার পুলিশ।ভোরে চাপড়ার আলফা থেকে অভিযুক্ত জালাল হালসানা কে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল জালাল। বাড়ি থেকে পালানোর ছক কষছে কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে চাপড়া থানার পুলিশ । এদিনই তাকে আদালতে হাজির করানো হলে বিচারক তাকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । গত মঙ্গলবার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আলফা গ্রামে পারিবারিক বিবাদের জেরে নিজের মাসতুতো দাদা রমজান সেখ কে লোহার রড দিয়ে আঘাত করে খুন করে বলে অভিযোগ জালালের বিরুদ্ধে । স্থানীয় লোকজন উদ্ধার তাকে শক্তি নগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।