|
---|
নূর আহমেদ, মেমারি : ১৫ নভেম্বর, জাতীয় সড়ক পালসিট থেকে ৪ টি অবৈধ ওভার লোডেড বালি বোঝাই ট্রাক আটক মেমারি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে পালসিট এলাকায় লড়ি গুলি আটক করে পুলিশ লড়িগুলি বীরভূম ও পান্ডেশ্বর দিক আসছিল। পুলিশ জিজ্ঞাসা বাদ করলে তারা সঠিকভাবে জবাব দিতে পারেনি। কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি। পুলিশের দাবি ৪টি লড়ি করে চালান ছাড়া বালি পাচার করছিল। চালকদের কাছে ছিল জাল ই চালান। জাল ই চালানের বালি পাচারের অভিযোগে ৪ লড়ি চালকদের ঐ রাতেই গ্রেফতার করে মেমারি থানায় নিয়ে আসে। চালকরা হোলেন, সামিম হোসেন গায়েন, সেখ নাসির, সরিফুল্লা খাঁন, সেখ ভুটান। শুক্রবার ধৃতদের বেলা ১১টা নাগাদ সুনির্দিষ্ট ধারাই মামলা রুজু করে জেলা আদালতে পাঠানো হয়। লড়ি ৪ টি বাজেআপ্ত করা হয়।