|
---|
কলকাতা: চারুকলা গ্রুপ নিবেদিত “মাতৃকা” চিত্রশিল্প প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হচ্ছে কলকাতার আলতামিরা আর্ট গ্যালারীতে। প্রদর্শনী চলবে ৪ঠা থেকে ৬ই জানুয়ারী ২০২২। বাংলার চিত্রশিল্প প্রদর্শনীর ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত প্রদর্শনীর সকল চিত্রকলা নারী এবং শিশুদের তৈরী সৃষ্টি। ভাস্কর্য শিল্পী অভীক পালের নির্মিত ‘মাতৃকা’ ভাস্কর্য প্রদর্শনীর মধ্যমণির স্থান পেয়েছে। অংশগ্রহণকারি কলাকুশলীদের উপস্থিতিতে উক্ত প্রদর্শনীর প্রথমদিনের উদ্বোধনী অনুষ্ঠানে যেসকল গুণী ও সম্মানীয়া অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন বিশিষ্ট চিত্রশিল্পী সুমিতা বিশ্বাস , চিত্রশিল্পী তথা আলতামিরা আর্ট গ্যালারির কর্ণধার রঞ্জনা চ্যাটার্জী, অভিনেত্রী সুইটি দেবনাথ ও অভিনেত্রী রীতি চৌধুরী।
অতিথিদের বক্তব্যে বার বার উঠে এসেছে মাতৃরূপী নারীর সৃষ্টিশৈল্পের কথা। মাতৃকা প্রদর্শনী যাদের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না তারা হলো পরিচালন কমিটির সদস্য শিল্পী সুচিতা সরকার, শিল্পী নবমিতা দে, শিল্পী সঙ্গীতা মন্ডল, গ্রুপ মেন্টর চিত্রশিল্পী সুমন্ত ভৌমিক ও ভাস্কর্য শিল্পী শ্রী অভীক পাল।
এই প্রদর্শনীর সাফল্যের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রুপ প্রতিষ্ঠাতা রাজদীপ দাস।