চাষীদের পথ অবরোধ মেমারিতে

নূর আহমেদ, মেমারি : ১ মার্চ এ বছর প্রকৃতির খাম ঘেয়ালি জন্য বাংলা সমস্ত চাষীরা বিপদের সম্মুখীন হতে হয়েছে পাশাপাশি আলুর জমিতে নাবি ধসায় সর্বশান্ত হয়েছেন চাষীরা, অকাল বর্ষনে বিঘার পর বিঘা বিজ বপন আলুর জমি নষ্ট হয়েছে ,কৃষি আধিকারিক ও প্রসাসন কে জানিয়েও কোন লাভ হয়নি , তাই আবার ও পথ অবরোধ করলেন, মেমারি এক ও দুই নম্বর ব্লকের চাষিরা, মেমারি এক নম্বর ব্লকের গোপ গন্তার দুই অঞ্চলের মেমারি সাতগাছিয়া রোডে রাধাকান্ত পুর মোড়ে আনুমানিক এলাকার তিনশো চাষিদের নিয়ে জরুরি পরিষেবা কে ছাড় দিয়ে রাস্তায় নেমে পথ অবরোধ করে কৃষক ঐক্য মঞ্চ , কৃষি ঋণ মুকুব, ইন্সুরেন্সের মাধ্যমে ক্ষতি পূরণের টাকা, কৃষিকাজে ব্যবহৃত সেচের ইলেকট্রিক বিল মকুব, ৬০ বছরের উর্ধ্বে কৃষকদের ভাতা , একাধিক দাবি নিয়ে প্রায় দুই ঘণ্টা চলে এই পথ অবরোধ, পরে মেমারি থানার আধিকারিক ও সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়, এবং অবরোধ ওঠে।