চাতক – সম্পর্ক ও ভালোবাসার গল্প

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :: আতিউল ইসলাম পরিচালিত নতুন সিনেমা “চাতক” – এর কাজ শুরু হতে চলেছে ২০ সেপ্টেম্বর থেকে। ছবির প্রযোজনা সংস্থা হল “এ আর প্রোডাকশন”। মূল কাহিনী লিখেছেন রাশিদুল ইসলাম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তানবির কাজি।


    সামাজিক টানাপোড়নে সম্পর্কের বিভিন্ন স্তর হল এই ছবির মূল বিষয়। পরিচালক জানান, মানুষের কাছে ছবিটি উপভোগ্য করে তোলা তার একমাত্র লক্ষ্য।
    নারীকেন্দ্রিক এই সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী গুহঠাকুরতা। এছাড়াও অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু, অনুরাধা রায়, রোহান গামা মীর, অনিন্দিতা সোম, দীপ মাইতি প্রমুখ।

    সংগীত পরিচালনা করছেন শ্রাবণ। প্লে ব্যাক করছেন অনুপম রায় , আই পি এস অংশুমান সাহা প্রমুখ। এছাড়াও প্রযোজক সূত্রে জানা গেছে অরিজিৎ সিং -এর গান থাকতে পারে। গান লিখেছেন দীপাংশু আচার্য্য, সান্বয় মিত্র ও শ্রাবণ।প্রোগ্রামিং ও অ্যারেঞ্জমেন্ট করছেন অমিত চ্যাটার্জী ও ঈশান মিত্র। ক্রিয়েটিভ পরিচালক হিসেবে আছেন অংশুমান সাহা। কার্যকরী পরিচালক হিসেবে আছেন তুষার চ্যাটার্জি। ক্যামেরায় থাকছেন শীতল ভট্টাচার্য । চিত্রনাট্যকার তানবির কাজি বলেন, ভালোবাসা ও সম্পর্কের নতুন সিলেবাস হলো “চাতক”। আশাকরি সবাই উপভোগ করবেন।