|
---|
নিজস্ব সংবাদদাতা : ২৭ মার্চ ২০২২,মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সেন্টজন্ এম্বুলেন্স হলে চাতক পত্রিকার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে “চাতক” পত্রিকার পক্ষ থেকে “শেখ জাকারিয়া পুরস্কার ২০২২” প্রদান করা হয় তরুণ সাহিত্যিক মুহাম্মদ জিকরাউল হক। পুরস্কার তুলে দেন সদ্য “নতুন গতি” পুরস্কার প্রাপক খ্যাতনামা প্রাবন্ধিক খাজিম আহমেদ মহাশয় এবং শিক্ষক আব্দুস সালাম সাহেব। সঙ্গে ছিলেন পত্রিকা সম্পাদক মফেজুল ইসলাম।