ছাত্রী ধর্ষণ শ্লীলতাহানি মতো ঘটনাকে প্রতিবাদ জানান, বেচারাম মান্না

সিঙ্গুর থেকে সেখ আব্দুল আজিম : ৭সেপ্টেম্বর, শনিবার, সন্ধ্যা ৬:৩০ বেচারাম মান্নার নেতৃত্বে কামারকুন্ডু এসপি অফিসে ডেপুটেশন জমা দেয়া হলো, গতকাল রাত্রে। সিঙ্গুর গোলাম মোহনী স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে নিয়ে ধর্ষণ শ্লীলতাহানি মতো ঘটনাকে জনমানুষে বিভ্রান্ত ও মেকি আন্দোলন করার প্রতিবাদে এবং ঘটনাকে জনমানসে সমাজমাধ্যমের দ্বারা বিভ্রান্তকারীদের আইনগত উপযুক্ত শাস্তির দাবিতে এবং রাত দখল ও ভোর দখলের নামে বিশৃঙ্খলার মধ্যে নিজেদেরই আন্দোলনকারী মহিলাদের ওপর নিজেরাই অপকর্ম করে শাসকদলের মিথ্যে দায় চাপাতে না পারে তার জন্য পর্যাপ্ত সিসিটিভি লাগানোর দাবিতে আজ সন্ধ্যা ৬টায় কামারকুন্ডুতে হুগলি গ্রামীন পুলিশ সুপারের কাছে সিঙ্গুর ও হরিপালের সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে স্মারকলিপি জমা ও সাংবাদিক সম্মেলন করা হলো।