দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে চেক প্রদান ও আসন্ন দুর্গা পূজা নিয়ে প্রশাসনিক বৈঠক

নতুন গতি ওয়েব ডেস্ক : দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে চেক প্রদান ও আসন্ন দুর্গা পূজা নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল রবিবার মালদা জেলার রতুয়া ১ নং ব্লকের বিদ্যাসাগর ভবনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও সারোয়ার আলী, রতুয়া থানার ভারপ্রাপ্ত অধিকারীO. C ,কুনাল কান্তি দাস.. সামসী ফাড়ীর O.C মৃণাল চ্যাটার্জী রতুয়া থানার S.I শীতল প্রসাদ ঝাঁ। ও বিধায়ক সমার মুখেরজী এবং ছিলেন রতুয়া ১নং ব্লকের পূজা কমিটির সদস্যরা।

    হাতে আর কয়েকদিন তার পরেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদ উৎস। কিন্তু এবছর করোনা আবহের মধ্য দিয়ে শারদ উৎসব সম্পন্ন হবে। আর করোনা আবহের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজা কমেটি গুলিকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়ে ছিলেন। এবছর করোনা আবহের কারণে তা ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিচ্ছেন। তারই চেক তুলে দেওয়া হল রবিবার

    সেই মোতাবেক রবিবার মালদা জেলার রতুয়া থানার অন্তর্ভুক্ত অনুমতি যুক্ত পুজো কমিটি রয়েছে। সেই সমস্ত পুজো কমিটির হাতে এদিন ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় রতুয়া থানা থেকে। এই স্মস্ত চেক বিতরণ করা হয়। এই আর্থিক অনুদান পেয়ে ক্লাব কর্তারা ভীষণ খুশি ও আপ্লুত। চেক প্রদান অনুষ্ঠানে প্রশাসনিক কর্তারা জানান, সরকারী বিধি নিষেধাজ্ঞা মেনে করোনা সংক্রমণ মোকাবেলা করে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে পূজা সম্পন্ন করা যায় সেগুলো নিয়েও দুর্গাপুজো কমিটিগুলির কর্মকর্তাদের সাথে আলোচনা হয়।