|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ ১৫ সেপ্টেম্বর, ২০২২- বৃহস্পতিবার হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে দেখে নিন একনজরে। আজ দক্ষিণবঙ্গের এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে প্রায় ৮৮ শতাংশ, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। ফলে চরম আপেক্ষিক আর্দ্রতা থাকবে হুগলি জেলায়। সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ। বেলার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে সকালে দিকে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার। রাতের দিকে বিশেষ করে সন্ধেবেলায় বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার বিভিন্ন অংশে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫টা ২৩ মিনিটে। আর সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪০ মিনিটে।বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের জোরালো প্রভাব পড়বে। উপকূলের জেলাগুলিতে তুলনায় কিছুটা বেশি প্রভাব থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় জারি হয়েছে লাল, কমলা ও হলুদ সতর্কতা। আজ মঙ্গলবার দুর্যোগের পরিমাণ বাড়বে বলে আভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তারা এও জানিয়েছে যে বৃষ্টির সঙ্গে ববে ঝোড়ো হাওয়াও। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা এবং হাওড়া- এই দুই জেলা ছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের অন্যান্য আরও অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।