|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : ছেলে বৌমার অত্যাচারে বেলুড়ের বৃদ্ধার বর্ধমানে আশ্রয়। হাওড়ার বেলুড়ের বৃদ্ধা মীরা ভান্ডারী ছেলে বৌমার অত্যাচার সহ্য করতে না পেরে হাওড়া বর্ধমান লোকালে চেপে পড়েছিলেন। গন্তব্যস্থল ছিল অজানা। এই লোকালে চেপে ছিলেন বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যা চৈতালি ঘোষ। তিনি এই ট্রেনে বৃদ্ধার মুখ থেকে ছেলে বৌমার সমস্ত অত্যাচারের কথা শুনে হতবাক হয়ে যান। বৃদ্ধা বলেন, বর্ধমান স্টেশনে নেমে ভিক্ষাবৃত্তি করে দিন কাটাবেন। বর্ধমান স্টেশনেই তিনি পাকাপাকিভাবে থাকবেন। বর্ধমান স্টেশনে নেমে চৈতালি ঘোষ বর্ধমান জি আর পি র হাতে এই বৃদ্ধাকে তুলে দেন। বর্ধমান জিআরপি সূত্রে জানা গেছে তারা এই বৃদ্ধার বেলুড়ের বাড়ির সঙ্গে যোগাযোগ করবেন অথবা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের হাতে তাকে তুলে দেবেন। এই ঘটনা জানাজানি হতেই আলোড়ন পড়ে যায়। অনেকে বলেছেন বৃদ্ধার ছেলে বৌমার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।