|
---|
হামিম হোসেন মণ্ডল, নওদা : ৭ জুলাই, ছেলের অন্নপ্রাশন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রায় তিনশত পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানায় মুর্শিদাবাদের নওদা থানার দুই নম্বরি কেদারচাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ত্রিমোহিনী গ্রামের এক দম্পতি। তারা ‘নতুন গতি’কে জানিয়েছেন, ‘অতিথিদের প্রতিটি পরিবারকে একটি করে সেগুন গাছের চারা দেওয়া হয়েছে। ৩০০ চারা দেওয়া হল। ‘সঞ্জয় পাল ও সৃজা মণ্ডলের বিবাহ হয় ২৫ নভেম্বর ২০২০ সালে। সে দিন অতিথিদের ৪০০ টি মেহগনি গাছের চারা উপহার দিয়েছিলেন পাত্রপক্ষ তার বাসভবন থেকে।১৪ ডিসেম্বর ২০২৩-এ জন্মায় তাদের একমাত্র পুত্র সন্তান সৃহান পাল। ৭ জুলাই ছিল সৃহানের অন্নপ্রাশন। এই উপলক্ষ্যে এদিন অতিথিদের প্রতি পরিবারকে একটি করে সেগুন গাছের চারা উপহার দিলেন সঞ্জয়। ভারতীয় ডাক বিভাগে কর্মরত সঞ্জয় বাবু জানান, ‘আমার বাবাই সব চারাগাছ অতিথিদের হাতে তুলে দিয়েছেন।’