|
---|
নিজস্ব সংবাদদাতা : ভারতে চারটি ম্যাচ খেলতে আসছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই দল অক্টোবর মাসে ভারতে চারটি ম্যাচ খেলবে। এর মধ্যে যুবভারতীতেই হবে দু’টি খেলা। বাকি দু’টি ম্যাচের একটি ভুবনেশ্বরে অন্যটি জামশেদপুরে। এমনটাই জানানো হয়েছে চেলসির ফেসবুক পেজে।
কলকাতার দু’টি ম্যাচের প্রথমটি ২ অক্টোবর। সেই দিন সাদাম্পটনের বিরুদ্ধে খেলবে চেলসি। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হবে সেই ম্যাচ। কলকাতায় পরের ম্যাচ ১৬ অক্টোবর। সেখানে চেলসি মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের। সেই ম্যাচ হবে রাত ১০টা থেকে। ভারতের চারটি ম্যাচই ইংলিশ প্রিমিয়ার লিগের দলের বিরুদ্ধে।ভুবনেশ্বরের ম্যাচটি হবে ২৩ অক্টোবর। বিকেল পাঁচটা থেকে শুরু সেই ম্যাচ। নরউইকের বিরুদ্ধে খেলবে চেলসি। জামশেদপুরে চেলসি মুখোমুখি হবে নিউক্যাশেলের। ৩০ অক্টোবরের সেই ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।এ বারের ইংলিশ প্রিমিয়ার লিগে তিন নম্বরে শেষ করে চেলসি। পাঁচ বারের ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী চেলসির ভারতীয় সমর্থকদের কাছে সুযোগ দেশের মাঠে প্রিয় দলের খেলা দেখার।