|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জংশন ট্রাফিক গার্ডের তরফে শব্দ দূষণ রোধে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।পুলিশের এই উদ্যোগে সামিল হয়েছে স্কুল পড়ুয়ারাও।স্কুল পড়ুয়াদের পাশাপাশি আজ রাস্তায় নেমেছে ‘ছোটা ভিম’ এবং ‘ডোরেমন’।নো হর্ণ প্লিজ প্ল্যাকার্ড হাতে গাড়ি চালককে বিনা কারণে হর্ণ না বাজানোর বার্তা দিচ্ছে ‘ছোটা ভিম’ এবং ‘ডোরেমন’।