দলবিরোধী কাজের অভিযোগে প্রধান ও উপপ্রধানকে বহিষ্কার সিঙ্গুরে

নতুন গতি নিউজ ডেস্ক: সিঙ্গুর ব্লকের বাগডাঙা ছিননামোড় পঞ্চায়েতের প্রধান অঞ্চলি ঘোষ ও উপ প্রধান চন্দ্রনাথ দাসকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের বসভাপতি গোবিন্দ ধারা জানিয়েছেন।তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল গুরুতর। জানা গেছে, এরা একুশে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের কংগ্রেস দলে থেকেই তৃণমূলের বিরুদ্ধেই ভোটের প্রচার করেন।এমনকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্নার হয়ে প্রচার করাতো দূরের কথা, তার বিরুদ্ধেই বিজেপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রচারে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ।রবিবার সন্ধ্যায় সিঙ্গুর ব্লকের এক বৈঠকের পর তাদের তৃণমূল কংগ্রেসের পার্টি থেকে বহিষ্কারের কথা জানান ব্লক সভাপতি গোবিন্দ ধারা।