মৃত অর্জুন দাসের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি তিনি এই ঘটনায় শিক্ষা দপ্তর এবং বন দপ্তরকে নির্দেশ দিলেন। শিক্ষা দপ্তরকে মুখ্যমন্ত্রী এই পরিক্ষার কদিন বিশেষ বাসের ব্যাবস্থা করতে বলেছেন। মুখ্যমন্ত্রী অর্জুন দাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন আজ পরিক্ষার শুরু এবং এই দিনটিতে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল এটা সত্যি সত্যি বেদনাদায়ক। ওই ছাত্রটির বাবা মাকে আমি আমার তরফ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী জানালেন ওর পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে। এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী জানান আগের থেকেই বন দপ্তরের ভাবা উচিত ছিল এই ঘটনা নিয়ে। এখন ঘটনা ঘটে যাবার পরে সাবধান হলে ওই ছেলেটি আর ফিরে আসবে না। তবুও আমরা দেখব ওই ছেলেটির সাথে যেই ঘটনা ঘটল সেটা যাতে আর কারো সাথে না ঘটে। দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় একটি সাস্থ্যকেন্দ্রে ভর্তি অর্জুন দাসের বাবা জয়দেব দাস।তিনি এতটাই ভেঙে পড়েছেন যে একেবারেই কথা বলবার মতন জায়গাতেই নেই। তিনি জানালেন কিভাবে এই ঘটনা ঘটে গেল তার মাথায় আসছে না। তিনি বুঝতেই পারছেন না কিভাবে এই শোক ভুলে থাকবেন।