শিলিগুড়িকে যানজট মুক্ত শহর গড়ে তোলার নির্দেশ দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িকে যানজট মুক্ত শহর গড়ে তোলার নির্দেশ দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতে বৃহস্পতিবার শিলিগুড়ি শহরে যানজট মুক্ত করতে পথে নেমেছিল শিলিগুড়ি মেট্রোপলিটনের ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার ফুটপাত দখলমুক্ত করার সময় প্রতিবাদ দেখায় দোকানদার। শিলিগুড়ি শহরে প্রত্যেকদিন রাস্তার দখল করে বসছে দোকান। এর ফলে রাস্তার আকার অনেকটা ছোট হয়ে গিয়েছে।

    এদিকে ফুটপাতে দোকানের কারনে যানবাহন চলাফেরা করতে সমস্যার জন্য নিত্যদিন বাড়ছে যানজটের সমস্যা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গতকালের অভিযানের ঠিক একদিন পরেই শুক্রবার আবারও আগের চিত্র দেখা গেল শহরের হসপিটাল মোড়ের কাছে । রাস্তা দখল করে বসেছে দোকান। দোকান বসার কারণে ফের যানজটের সৃষ্টি হয় । ট্রাফিক পুলিশের নজরে আসতেই সেই দোকানদারদের পুনরায় উঠিয়ে দেওয়া হয়।আজ সেই উঠে যাওয়া দোকানদারেরা বিক্ষোভে ফেটে পড়েন প্রশাসনের উপরে।তাদের অভিযোগ বিকল্প ব্যাবস্থা না করে দিয়েই প্রশাসন তাদের উঠে যেতে বলছে।আগে তাদের ব্যাবস্থা করে দিক প্রশাসন তারপরেই তারা উঠে যাবে।আর যদি তা না করা হয় তবে আগামীমাস থেকে তারা বড়সড় আন্দোলনে নামবেন বলে জানিয়ে দেন।