উপাচার্যদের বেতন বন্ধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত পর্বে এবার সরাসরি কলেজ-বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের বেতন বন্ধের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, “কোনও বিশ্ববিদ্যালয় রাজ্যপালের নির্দেশ মেনে চললে আর্থিক বাধা তৈরি করব। দেখি, কোন উপাচার্যকে বেতন কে দেয়? উনি শুধু নিয়োগপত্র দিতে পারেন, বেতন দিই আমরাই।”

     

    তিনি আরো বলেন, “শিক্ষাব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করেছেন রাজ্যপাল। এই চক্রান্ত আমরা মানবোনা। উনি নিজেকে মুখ্যমন্ত্রীর চেয়ে বড় ভাবছেন। এভাবে চলতে থাকলে অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখি, কে চালায়। প্রয়োজনে রাজভবনের সামনে ধরনায় বসবো।”