২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইশতেহারে রয়েছে একগুচ্ছ চমক

২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইশতেহারে রয়েছে একগুচ্ছ চমক

    মহঃ মফিজুর রহমান , নতুন গতি : অপেক্ষার অবসান ! আজ প্রকাশিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার । বুধবার লালগড় এবং গোপীবল্লোভপুরের দুই জনসভা সেরে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতায় ফিরে ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো । এবারের ইস্তেহারে ‘দিদির’ একাধিক চমক থাকবে বলে তৃণমূল সূত্রে খবর । জানা গিয়েছে , তৃণমূলের ইস্তেহারে থাকছে – বছরে ৫ লক্ষ নতুন কর্মসংস্থান , স্টুডেন্টস ক্রেডিট কার্ড , প্রতিটি ব্লকে একটি করে মডেল আবাসিক স্কুল নির্মাণ , কৃষকদের একরপিছু জমির জন্যে বছরে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা , শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি , প্রত্যেক পরিবারের মাসিক আয় নিশ্চিত করার লক্ষ্যে নতুন প্রকল্প , প্রতিটি জেলার প্রাণকেন্দ্রে মেডিক্যাল কলেজ তৈরি সহ অনেক অঙ্গীকার ।