মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প চোখের আলোর কর্মসূচি শুরু হয়ে গেল ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে

নতুন গতি ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প ‘‌চোখের আলো’‌র কর্মসূচি হয়ে গেল বৃহস্পতিবার। ইংলিশবাজার পুরসভার উদ্যোগে ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয়। পরে অন্যান্য ওয়ার্ডেও হবে বলে পুরসভা সূত্রে জানা গেছে। ১৯ নম্বর ওয়ার্ডের মাতৃসদনে চলে এই কর্মসূচি। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এদিন হাজির ছিলেন। এই প্রকল্পে চোখ দেখাতে মানুষদের চিকিৎসার পর প্রয়োজন মতো বিনে পয়সায় চশমা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। চোখের কোনও গুরুতর সমস্যা হলে, অস্ত্রোপচারের বিষয় থাকলে পরে বিনে পয়সায় করা হবে বলে জানিয়ে দেওয়া হচ্ছে। এদিন হাজির ছিলেন ইংলিশবাজার পুরসভার প্রশাসক নীহার ঘোষ। তিনি বলেন, ‘‌এদিন ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে নিয়ে এই কর্মসূচি করা হল। পরে অন্যান্য ওয়ার্ডে করা হবে।