|
---|
নতুন গতি, মোথাবাড়ি : বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতে প্রধানের দায়িত্ব নিলেন প্রধান তহিদুর রহমান । আর এই দায়িত্ব নেওয়ার মুহূর্তে স্থানীয় করে রাখতে তিনি কিছু কর্মসূচি গ্রহণ করেছেনস্ম। স্বরণীয় মুহূর্ত কেই স্মরণীয় করে রাখতে বাঙ্গিটোলা অঞ্চলের সমস্ত প্রাক্তন প্রধান ও স্থানীয় প্রাক্তন বিধায়ক তথা এই গ্রাম পঞ্চায়েতের জমিদাতা প্রয়াত মনোরঞ্জন মিশ্রর পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানের প্রাক্তন প্রধান সানতারা খাতুন নবনিযুক্ত প্রধান তোহিদুর রাহামান কে দায়িত্বভার বুঝিয়ে দেন।কাজের দায়িত্ব গ্রহণ করে নবনিযুক্ত প্রধান তৌহিদুর রহমান জানান আগামী দিনে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হবে মালদা জেলার মধ্যে এই গ্রাম পঞ্চায়েত কে শ্রেষ্ঠত্বের আসনে বসানো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের আধিকারিক সারথি মন্ডল একাধিক বাংলা অঞ্চলের প্রাক্তন প্রধান কালিয়াচক 2 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি ভোলানাথ উপাধ্যায়।