|
---|
নূর আহমেদ, মেমারি : ১৮ ফেব্রুয়ারি ২০২৪,পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নং ব্লকের পাহারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন রোগীর পরিবার ও পরিজনরা। জানা যায় মেমারির ২ নং ব্লকের অন্তর্গত কুচুট গ্রাম পঞ্চায়েত এলাকার আইমা গ্রামের বাসিন্দা জয়দেব নাথ। হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার শ্বাসকষ্ট হলে তার পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে জরুরী বিভাগে নিয়ে গেলেও কোন চিকিৎসক না থাকায়, আউটডোরে কর্তব্যরত এক চিকিৎসকের দ্বারস্থ হন অসুস্থ জয়দেব বাবুর পরিবারের লোকজন। অভিযোগ ওই চিকিৎসক আসতে দেরি করায় সেখানেই মৃত্যু হয় জয়দেব বাবুর । বছর ৬৫ এর জয়দেব নাথ এর মৃত্যুর পর চিকিৎসকরা ময়নাতদন্তের কথা বললে পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছাই মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ । যদিও এই ঘটনার পর বি এম এইচ ও ডঃ স্বপ্নদ্বীপ বটব্যাল ফোনে জানিয়েছেন মৃত অবস্থায় ওই রোগীকে আনা হয়েছিল চিকিৎসার জন্য। যা তার পরিবারের লোকজন বুঝতে পারেননি। তবে এমতাবস্থায় ময়নাতদন্ত আবশ্যক সেই মতোই নির্দেশ দিয়েছিলেন কর্তব্যরত ওই চিকিৎসক । জানা যায়, মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ প্রসঙ্গে উপস্থিতর রোগীপরিজনরা পাহারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের অভাব ও হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিয়ে অভিযোগ করেন সংবাদমাধ্যমের কাছে।