|
---|
নিজস্ব সংবাদদাতা, বোলপুর: পুজোমন্ডপ চত্বরে এক খাবার দোকানে কর্মরত শিশু শ্রমিকের কাজ বন্ধ করলেন বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির এক পিএলভি। বোলপুরের একটি পুজো মন্ডপ চত্বরে একটি খাবারের দোকানে সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত এক ১৪ বছরের শিশুকে কাজ করানো হচ্ছিল।
ঐ দৃশ্য চোখে পড়ে বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদের। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি জানান, লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব-বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায়কে। বিচারকের নির্দেশে তড়িঘড়ি এ্যকশন নেন পিএলভি। তিনি ঐ বাচ্চা টিকে দোকান থেকে উদ্ধার করে “প্যান-ইন্ডিয়া এ্যওয়ারনেস এ্যন্ড আউটরিচ” এর লিগ্যাল এ্যসিসটেন্স সেন্টারে নিয়ে যান। নিয়ে যাওয়া হয় শিশুটির বাবাকেও। জানা যায়, শিশুটি নানুর ব্লকের নতুনগ্রাম হাই স্কুলে অষ্টম শ্রেনীতে পড়ে। বাচ্চা ও বাচ্চার বাবাকে দীর্ঘক্ষন ধরে কাউন্সিলিং করা হয়। শিশু শ্রম যে বেআইনী এবং এই বয়সে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করালে তার যে শারীরিক ও মানষিক ক্ষতি হয় সেসব বিষয় বোঝানো হয়। শিশু টির বাবাও অঙ্গীকার করেন তার ছেলেকে আর কাজ করাবেন না। বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির পিএলভি মহিউদ্দীন আহমেদ জানান, শিশুশ্রম বেআইনী। তাছাড়াও শিশুটিকে খুবই অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করানো হচ্ছিল। ঐ পরিবেশ থেকে উদ্ধার করার পর কাউন্সিলিং করা হয়। এবং তার বাবাও অঙ্গীকার করেন আর কাজ করাবেন না। শিশুটির পড়াশুনোর বিষয়ে জোড় দেবেন।