|
---|
নিজস্ব সংবাদদাতা, বোলপুর: প্রেম করে ছেলের বাড়ীতে চলে আসা এক ১৬ বছরের আদিবাসী কিশোরীকে উদ্ধার করলো প্রশাসন। বৃহষ্পতিবার দুপুরে বোলপুরের এক নাবালিকা কিশোরী শান্তিনিকেতন এলাকায় রয়েছে। তার বিয়ের দেবার পরিকল্পনাও চলছে এমন খবর যায় চাইল্ড লাইনের কাছে। বৃহষ্পতিবার শান্তিনিকেতন থানার পুলিশ, ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও চাইল্ড লাইন টিম ঐ কিশোরীকে উদ্ধার করে চাইল্ড লাইন অফিসে নিয়ে যায়। নিয়মানুযায়ী মেডিক্যাল চেকআপও করানো হয়। সেখান থেকে সিডবলু সি প্রোডাকশন করা হয়।
জানা যায় বোলপুর থানা এলাকার একটি গ্রামের আদিবাসী পরিবারের ঐ কিশোরী পূর্ব বর্ধমানের একটি বে-সরকারী স্বুলে পড়তো। এবারই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। শান্তিনিকেতন এলাকার এক কিশোরের তার দুবছর ধরে প্রেমের সস্পর্ক ছিলো। মেয়ে টি সেই ছেলেটার বাড়ী চলে এলেও পরিবারের তরফে কোথাও অভিযোগ করা হয় নি। চাইল্ড লাইনের কাছে খবর যায় নাবালিকা কে বিয়ের জন্যই রেখেছে তার বন্ধু প্রেমিক। ঘটনার কথা মেয়েটির পরিবারও জানতো। তারাও চেয়েছিলো মেয়েটির বিয়ে হয়ে যাক। তাই সব জানার পরও দুই বাড়ীর অভিভাবক নিরব ছিলো। শেষে ঐ নাবালিকা কিশোরীকে প্রশাসনের উদ্যোগে মেয়েটির বিয়ের পরাকল্পনা ভেস্তে দেওয়া গেলো। বৃহষ্পতিবার দুপুরে যখনই পুলিশ সহ চাইল্ড লাইন ও ডিএলএসএ মেয়েটিকে বিয়ের জন্য রাখা ছেলেটির বাড়ী পৌছায় তখন ঐ কিশোরী ঘুমাচ্ছিলো। তার বন্ধু প্রেমিক বাড়ীতে ছিলো না। প্রশাসনের প্রতিনিধিরা তখনই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে।