রক্তের ভাড়ার শূন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্ক সমস্যায় চিকিৎসাধীন মুহুর্ষ রোগী থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুরা

দুই দিন ধরে রক্তের ভাড়ার শূন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্ক সমস্যায় চিকিৎসাধীন মুহুর্ষ রোগী থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুরা। কারো অসুস্থ বাবার রক্তের প্রয়োজন আবার কেউ স্ত্রীর চিকিৎসার জন্য রক্তের আশায় মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের সামনে অপেক্ষায় বসে রয়েছে। ব্লাড ব্যাংকের কর্মীদের কাছে বারবার খোঁজ নিচ্ছেন । কিন্তু তারপরেও মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক থেকে রক্ত না মেলায় দুশ্চিন্তায় পড়েছেন চিকিৎসারত বেশকিছু রোগীর পরিবার। ব্লাড ব্যাংকে টাঙানো তালিকায় বিভিন্ন গ্রুপের রক্ত শূন্য। এমন পরিস্থিতিতে কীভাবে রক্ত সংকটের মোকাবিলা করবেন রোগীর আত্মীয়রা, তাত ভেবে কূল করতে পারছেন না অনেকেই। মুমূর্ষ রোগীদের রক্তের প্রয়োজনে একমাত্র ভরসা ডোনার। রোগীর আত্মীয়রা স্বেচ্ছাসেবী কর্মীদের সাথে যোগাযোগ করে ডোনার নিয়ে আসছেন। স্বেচ্ছাসেবী কর্মীদের ওপর ভরসা করেই এখন রক্ত মিলছে ব্লাড ব্যাংকে।মালদার গাজোল ব্লকের আদিনা এলাকা থেকে এসেছিলেন সুবল সিংহ । তার বৃদ্ধ বাবা শ্যাম সিংহ মুমূর্ষ অবস্থায় মেডিকেল কলেজে চিকিৎসারত রয়েছেন। সুবলবাবু বলেন, বাবার এবি পজেটিভ রক্ত দরকার। কিন্তু মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে এসে রক্ত পাই নি । রক্তদাতা থাকলেও, ওই গ্রুপের সাথে মিল না হওয়ায় সেই রক্ত দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ওই গ্রুপের রক্ত কোথায় কিভাবে জোগাড় করবো কিছুই বুঝতে পারছিনা।মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার অন্যান্য বেসরকারি নার্সিং হোম গুলো মিলিয়ে ৭০ থেকে ৮০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। শুধু মালদা নয় পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার বেশকিছু হাসপাতালেও মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক থেকে রক্ত পাঠানো হয়। এদিকে তেমনভাবে জেলায় রক্তদান শিবিরের আয়োজন না হওয়ায় ও শিবিরের আয়োজন করলেও রক্তদাতা না মেলায় অধিকাংশ সময়ই ব্লাডব্যাংক রক্তশূন্য অবস্থায় থাকছে। জেলার রক্তদান আন্দোলনের সাথে জড়িত স্বেচ্ছাসেবী কর্মীরা বলেন, মাঝেমধ্যেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক রক্ত শূন্য থাকছে। আমরা শিবিরের আয়োজন করল সেখানে রক্তদাতারা রক্ত দিতে আসছেন না। এর পিছনে প্রশাসনের বেশকিছু উদাসীনতা কাজ করছে। আমরা স্বেচ্ছাসেবী কমিটি কর্মীরা সাধারণ মানুষ ও রক্তদাতাদের নিয়মিত সচেতন করছি এই বিষয়ে।মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তশূন্য কথা স্বীকার করেছেন কর্তারা। মেডিকেলের ব্লাড ব্যাংকের রক্তের সমস্যা দূর করার জন্য জেলা প্রশাসনের সাথে বৈঠক করার কথা জানাচ্ছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তারা। এমনকি স্বেচ্ছাসেবী কর্মীদের নিয়ে বৈঠক করা হবে বলে জানান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়